প্রতি বছরের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যতিক্রম আয়োজনে জন্মদিন পালন করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক আরেফিন শুভ। নিজের জন্মদিনে কেক না কেটে এতিমখানায় ছাত্রদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে জন্মদিন পালন করেন।
১৩ এপ্রিল বিকালে পবিত্র মাহে রমজানের ইফতারের পূর্বমুহূর্তে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে একটি এতিম খানার ছাত্রদের মাঝে নিজের জন্মদিনে ইফতার বিতরণ করেন তিনি।
এ দিনে নিজের জন্মদিনে উক্ত ব্যতিক্রমধর্মী আয়োজন করে সমর্থক, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধবসহ অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
আরেফিন শুভ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছে নিঃস্বার্থ ভাবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের একটি ইউনিটের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার জন্মদিনে আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। তিনি বলেন, সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মনের মধ্যে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা আসলে অন্য কোথাও নাই। যার জন্য তার এই ব্যতিক্রম আয়োজন। ভবিষ্যতেও তিনি মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।
এ সময় তার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা শুভেচ্ছা জানিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্যঃ ছাত্রলীগ নেতা আরেফিন শুভ বিগত দিনেও ছাত্রলীগের হয়ে বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহন করেন এবং করোনা কালীন সময়ে নিজের ব্যাক্তিগত উদ্দ্যেগে অসহায় মানুষদের পাশে ত্রান ও অসহায় কৃষকদের ধান কাঁটা ও অক্সিজেন সেবাসহ বিভিন্ন প্রকার সহযোগিতা করেছিলেন ৷