
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদকে বর্তমান কর্মস্থলে এক বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছায় ভাসালেন শাহরাস্তি উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ।
মোহাম্মদ হুমায়ন রশিদ ২০২২ সালের এপ্রিল মাসের ১১ তারিখে বর্তমান কর্মস্থল শাহরাস্তি উপজেলায় নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে এগার ঘটিকায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এক বছর পূর্তি উপলক্ষ্যে শাহরাস্তি উপজেলায় কর্মরত সকল অফিসারবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছায় ভাসান।
উপজেলার সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ (ইরান), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
আমজাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদ হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডিজিএম মোবারক হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, সমাজ সেবা অফিসার মোঃ ইছহাক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সবুজ, পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার, শাহরাস্তি মডেল থানার সেকেন্ড অফিসার রোকনুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহাম্মদ হুমায়ন রশিদ এর বিগত এক বছরে শাহরাস্তি উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে তার নিরলস পরিশ্রমের কথা বিনম্র শ্রদ্ধার সাথে স্বরণ করেন। বক্তারা বলেন, নিকট ভবিষ্যতে তিনি শাহরাস্তি উপজেলাবাসীর প্রত্যেক অংশীজনের ভাগ্য উন্নয়নে সরকারের দেয়া দায়িত্ব আরও সুচারুভাবে সম্পাদন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা নিরহংকার একজন উর্ধ্বতন কর্মকর্তাকে সহকর্মী হিসেবে পেয়ে ধন্য হয়ছেন। এসময় তারা জনাব হুমায়নের দীর্ঘ জীবন ও নেক হায়াতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন।
এসময় ফুলেল শুভেচ্ছা পেয়ে আবেগ জড়িত কন্ঠে সহকর্মীদের এই মহা মূল্যবান ভালোবাসা দেখানোর জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মোহাম্মদ হুমায়ন রশিদ। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি চেয়েছিলাম ৯-৫ টা অফিস করবো। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদে যোগদানের পর আমার আর অফিস সময়ের বালাই নেই। ২৪ ঘন্টাই আমাকে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়।