১৪ দফা দাবী আদায়ে চাঁদপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল রোববার দুপুর ১২ টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় জেলা সাংবাদিক ক্লাবের মিলনায়তনে এ সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলম পলাশ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত। এসময় বিএমএসএফ চাঁদপুর জেলা কমিটির সাবেক আহ্বায়ক মোঃ ইফতেখারুল আলমের সভাপতিত্বে এবং বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অমরেশ দত্ত জয় এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুরের সাংবাদিক এম এম কামাল, শাহআলম মল্লিক, এমরান হোসেন,জাবেদ হোসেন, সাইদ হোসেন অপু চৌধুরী,বেলায়েত সুমন, দীন মোহাম্মদ, রুহুল আমিন, হাছিনুর আকরাম,মামুন হোসেন, মোঃ শরীফ হোসেন, রাসেল দেওয়ান, জসিম উদ্দিনসহ অন্যান্যরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলম পলাশ বলেন, এটি একটি জাতীয় সংগঠন। এই সংগঠন পূর্বেও চাঁদপুরে খুব ভালো ভালো কাজ করছে। আগামীতে মফস্বল সাংবাদিকদের ১৪ দফা দাবী আদায়ে মাঠ পর্যায়ে কাজ করবে।
পরে সভায় নতুন জেলা কমিটি গঠনে সদস্যদের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়ে তা অনুমোদন করার সিদ্ধান্ত নেওয়া হয়।