চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১০ নং টামটা উত্তর ইউনিয়ন বলশীদ গ্রামে এস আলম ইঞ্জিনিয়ারিং ও এস আলম ইলেকট্রনিক্সের কর্ণধার মুহাম্মদ শাহ আলম ভূঁইয়া প্রতিবছরের ন্যায় এ বছরের ১৩ রমজান (৫ এপ্রিল) রোজ বুধবার এলাকা বাসী, গরিব-দুখীদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রী বিতরণ ও ভালোবাসা ভাগাভাগি এ মহৎ কাজে অংশ নিয়েছেন তার পরিবার বর্গ ও এলাকাবাসী।
মুহাম্মদ শাহ আলম ভূঁইয়া বিগত ৮ বছর ধরে গ্রামের মানুষদের জন্য এ মহৎ কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, মানুষের পাশে থাকতে পারা, রমজান ও ঈদ আনন্দ ভাগাভাগি করে সমাজের সকল স্তরের মানুষ একত্রে বাস করাই ইসলামের সৌন্দর্য।
এস আলম ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স এর শুভাকাঙ্ক্ষীরা তার এ কাজের প্রশংসা করেন। ইফতার ও ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন মুহাম্মদ নূর উদ্দিন নকিব, রাসেল আহমেদ, জালাল উদ্দিন, মোবারক হোসেন,মুহাম্মদ রাকিব সহ আরও অনেকে।
এটি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যার মূল শাখা হচ্ছে দরগা মহল্লা, সিলেট। এছাড়া ও সুনামগঞ্জ, ঢাকা, কেরানীগন্জ, কুমিল্লা শাখা চলমান। এর সহযোগী প্রতিষ্ঠান এস আলম ইলেকট্রনিক্স, আয়েশা রেফ্রিজারেটর ও আলম টুরিজম শাখা প্রশাখা রয়েছে বিভিন্ন স্থানে।
উল্লেখ্য, এস আলম ইঞ্জিনিয়ারিং এর চাঁদপুর শাখা, হাজীগঞ্জ বাজার পৌর মার্কেটে শীগ্রই পথযাত্রা করবে।
Facebook Comments Box