ডেমরায় আমরা ৯৭-৯৯ ব্যাচের ফ্রেন্ডস এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(০৭ এপ্রিল ) শুক্রবার ডেমরার হাজী নগরে নির্ঝর ক্যাফে এন্ড কনভেনশন হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিল উপলক্ষে ডেমরার ফ্রেন্ডস এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি এক মিলন মেলায় পরিণত হয়। একে অপরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আবেগপ্রবণ হয়ে যায়। বিকাল ৫টা থেকেই প্রত্যেকে ইফতার মাহফিলে যোগ দিতে থাকে।
এসময় ডেমরার ফ্রেন্ডস এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে উঠে। তারপর ইফতারের পূর্বে উপস্থিত সকলে দোয়া কামনার মাধ্যমে ইফতারের সূচনা হয়।
দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্বে থাকার পরও প্রত্যেকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে সকলের সাথে সৌজন্য সাক্ষাত ও দীর্ঘদিনের জমে থাকা আড্ডা এক বাড়তি অনুভূতির প্রকাশ পায়।
আয়োজক কমিটির উপ-কমিটি হিসেবে দায়িত্ব পালন করেছেন,আশরাফ হোসেন মাসুম,মোঃ ফরিদ উল ইসলাম,মোঃ মাসুদ রানা,এ্যাড.আল আমিন ভূঁইয়া মোঃ মুরাদ হোসেন, এবি পারভেজ ও আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।
আয়োজকের উপ-কমিটির সদস্য ও অনুষ্ঠান সঞ্চালক এ্যাড. আল আমিন ভূঁইয়া অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, আমরা চেষ্টা করি বছরের অন্তত একটি দিন আমরা সকল বন্ধু-বান্ধব এক সাথে উপভোগ করি।কেননা আমাদের প্রত্যেকেই দেশের বিভিন্ন প্রান্তে সরকারী-বেসরকারী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় রয়েছে। আবার স্থানীয় অনেকেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।সকলের গুরুত্বপূর্ণ সময় বাদ দিয়ে আমাদের ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।