
——- অনন্তের পথে ——-
ইফতেখার জনি
একটা ব্যাথা কাতর রাতে
আমার মৃত্যু হবে।
সেদিন চাঁদ তার আলোয়
নিজের রুপ খুঁজে পাবে না।
অন্ধকার কাঁদবে না
আলোও হাসবে না,
বৃষ্টির ফোঁটা গুলো ধরায়
নামতে চেয়েও থেমে যাবে।
দূর আকাশ টা কালো থেকে
আবছা নীলে রুপান্তর হবে।
সেদিন মাটিতে কোদালের
আঘাতের শব্দ হবে না,
দূর্বাঘাসে শিশির ফোটারাও জমবে না।
শুধু কয়েক ফোটা অশ্রু ঝরবে,
পরিচিত অপরিচিত কিছু চোখের কোণ বেয়ে।
আমার ঠোঁটে লেগে থাকা দূর্বোধ্য হাসিটায়
কারো কারো হৃদয় ভেঙে চৌচির করে তুলবে।
আর আমি নিশ্চুপ হয়ে
অনন্তের পথে হেঁটে যাবো চির বিস্ময়ে.
যেখানে আমাদের শেষ হবে
আর একান্তই আমার শুরু…।
Facebook Comments Box