পবিত্র মাহে রমজান উপলক্ষে মহাসমারোহে দোয়া ও ইফতার মাহফিল করেছে শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদ।
শুক্রবার (৭ এপ্রিল) শাহরাস্তির প্যাড়াডাইস কফি শপে শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিন তরুণের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মাঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, অনলাইন গণমাধ্যম প্রিয় চাঁদপুর সম্পাদক ও হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, শাহরাস্তি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, শাহরাস্তির ব্র্যাক ব্যাংক এজেন্ট আহসান উল্লাহ, প্রবাসী মাহবুব আলম প্রমুখ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মীর হেলাল, ফয়েজ আহমেদ, কামরুজ্জামান সেন্টু, সজল পাল, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, রাফিউ হাসান হামজা, মোঃ হাসানুজ্জামান, জসিম উদ্দিন, মোসাদ্দেক হোসেন জুয়েল, সিদ্দিকুর রহমান নয়ন, রিপন হোসেন, ইমরান হোসেন, সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন- সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও লেখার অধিকার রক্ষা করতে হবে। সত্যিকার সাংবাদিকরা কারো প্রলোভনে প্রলুদ্ধ হয় না এবং কারো ভয়ে জীবন যাপন করে না। দেশ ও দেশের মানুষের অধিকার, স্বার্থ সংরক্ষণ এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে।
সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণ এবং এই স্বাধীনতার অপব্যবহার রোধ করতে আইনগত কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই দায়িত্ব স্থানীয় নেতৃবৃন্দকে যথাযথভাবে পালন করতে হবে। প্রত্যেক সাংবাদিকদের একটা বিষয় খেয়াল রাখতে হবে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন নয়, ইতিবাচক সংবাদ বা গঠনমূলক সংবাদ পরিবেশন করতে হবে যাতে মানুষ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়।
উল্লেখ্য, এই দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা বাদিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মনির হোসেন।