সভাপতি কাজী হান্নান, সাধারণ সম্পাদক ফারুক এবং সাংগঠনিক সম্পাদক ছাদেক
বাংলাদেশ হিজবুর রাসুল(সঃ)’র কমিটি গঠন করা হয়েছে এতে সভাপতি কাজী মাওলানা আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক, মাওলানা ছাদেকুর রহমান এবং অর্থ সম্পাদক মুহাম্মদ দুলাল হোসেন স্বর্ণকার সহ মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় শাহরাস্তি উপজেলার স্থানীয় মেহের রেল স্টেশনের পাশে অবস্থিত প্যারাডাইস কপি হাউসে এক অনারম্ভর অনুষ্ঠানে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ হিজবুর রাসুল (সঃ) শাহরাস্তি উপজেলা কমিটি যৌথ উদ্যোগে মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রেসিডেন্ট আওলাদে রাসুল পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ৫১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় শাহরাস্তি উপজেলায় স্থানীয় মেহার রেল স্টেশনের পাশে প্যারাডাইজ কফি হাউজে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সভাপতি আওলাদে রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব গঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটিকে তার বক্তব্যে স্বাগত জানিয়ে বলেন, আগামীদিনে শাহরাস্তি উপজেলায় ইসলামী আন্দোলনের আপনারা সন্মুখ থেকে নেতৃত্ব দিতে হবে। তিনি আরও বলেন, আপনারা যারা দায়িত্ব পেয়েছেন তারা ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে কার্যক্রম জোরালোভাবে শুরু করেন। আমরা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসন থেকে নির্বাচন করবো। উক্ত নির্বাচনে আমাদেরকে জয়ী হয়ে সংসদে গিয়ে আপনাদের কথা, কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনের কথা বলার সুযোগ তৈরি করে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর হাজীগঞ্জ উপজেলার সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর শাহরাস্তি উপজেলার সহ-সভাপতি এডভোকেট এমদাদুল হক পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্র সেনার সভাপতি এডভোকেট শেখ ফরিদ মজুমদার, আলা হজরত ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মাওলানা জিয়াউল হক রেজবী, ছাত্রসেনার শাহরাস্তি উপজেলার সভাপতি মাওলানা মমতাজুল আরেফিন হেলালী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আবেদী সহ প্রমুখ।
অনুষ্ঠানে মুসলিম জাহানের সুখ-সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সভাপতি আওলাদে রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।