শ্রেষ্ঠ উপহার
ইশরাত জাহান রোজী
আল্লাহর দেওয়া স্বর্গীয় এক শ্রেষ্ঠ উপহার তুমি
তোমাকে না পেলে অনুভূতিহীন হয়ে যেত যত-সব অনুভূতি।
তোমাকে না পেলে দুঃখ-বিষাদ কাঁদতো নিরবধি
তোমাকে না পেলে বৃথা হয়ে যেত এই জন্ম, বৃথা হতো সবই।
তুমি এমনই এক উপহার যাকে সর্বোচ্চ আগলে রাখি
প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে যাকে হৃদয়ের গহীনে আঁকি।
তুমি এমনই এক সুখ যার বৃষ্টিতে মন ভিজে অবিরাম
তুমি এমনই এক পাওয়া, যার প্রাপ্তিতে মেলে সবকিছুরই পূর্ণতা।
সুখ তুমি, দুঃখ তুমি, তুমিই হাসি-কান্না
জীবনে কিছু চাওয়া নেই তোমাতেই পেয়েছি যা।
যেখানে অতৃপ্তির বিলাসিতা, তুমি সেখানেই তৃপ্তি!
অপ্রাপ্তির মোড়কে পাওয়া তুমিই সকল প্রাপ্তি।
Facebook Comments Box