তবুও বেঁচে আছি
লাবন্য রহমান
বেঁচে আছি উৎপীড়নে
বেঁচে আছি উন্মাদনায়,
বেঁচে আছি বাঁচার তাগিদে
বেঁচে থাকতে হবে বলে।
বেঁচে আছি জলন্ত উল্কার আগুন বুকে নিয়ে,
নিস্প্রাণ চোখে আকুল হয়ে চেয়ে থাকি,
কারো হৃদ বর্ষনের মায়ায় স্নান করার আশায়।
বুকেরই চিলেকোঠায় অজস্র স্বপ্নরা
বেঁচে আছে নিরবে,
জেগে আছি কতো নিঝুম রাত
সেই চেনাপথ ধরে যদি আসে ফিরে
বর্ষাস্নাত শুভ্র একটা নির্মল বিকেল,
বেঁচে আছি সেই প্রতীক্ষায়।
Facebook Comments Box