চিরযৌবন
মোঃ আকাশ হোসেন
সূর্যের আলোয় বিকশিত মোর মসৃণ চিন্তা
অনন্ত প্রাঙ্গনে ঘাসের লতাপাতা পৃথিবীকে চাটছে।
হর্নে হয়ে মরছে আমার দিবাগত স্বপ্নের রাশি
ভালোবাসার চিতায় এখন মোর দেহাবশেষ।
চাঁদের আলোয় লাজুক রাতভরা অমাবস্যা
চর্তুদিকে ছড়িয়ে-ছিটিয়ে মানুষের অসংখ্য লাশ,
নির্বাক জ্বলন্ত ইটভাটায় মাটি হচ্ছে নিস্তব্ধ
বাসমতির গন্ধে জুবুথুবু চৈত্রের মেলা।
তার মধ্যেই ভেসে উঠে অবলা নারীর কণ্ঠস্বর;
সুনীল আকাশে উদ্বাস্তু পূর্বের পাহাড়
আকাশের চুম্বনে লিপ্ত হাওয়া বইছে।
মানুষের চিৎকারে ছুটে মরছে বনাঞ্চলের পাখি
উল্টো হাওয়ায় ভেসে যাচ্ছে কূলের তরী,
ঘাসের পর ঘাস, মাঠের পর মাঠ বিস্তীর্ণ।
স্পষ্ট চোখে দেখছি না স্পর্শ চুম্বনের বাকঁ
দুমড়ে বয়ে মরছে স্বপ্ন বিলাসী জলতরু,
ইন্দ্রীয় সুখে প্রশমিত অমর সুদর্শন যীশু চিত্র।
নতজানু হয়ে বিঘ্নিত হলো চার্চের প্রাঙ্গন,
রাগান্বিত চোখে পোপের লৌহমর্ষক মুখ
যেনো লজ্জায় নিবেদিত চার্চের জনপদ
ব্রহ্মবর্তে উতরিয়ে পড়ছে সুরঞ্জিত চিরযৌবন।
Facebook Comments Box