বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা উত্তর এর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১২ রমজান রোজ মঙ্গলবার মেহার বাসস্ট্যান্ড সংলগ্ন শুভ হোটেল এন্ড রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি জননেতা অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম ও শাহরাস্তি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ ইরান। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে শাহরাস্তি উপজেলা বাঃ ইঃ ফ্রন্ট উপদেষ্টা আলহাজ্ব শামছুজ্জামান (মাশুক), ফ্রন্ট সভাপতি জননেতা মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জননেতা মাওলানা ঈমাম হোসাইন। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রসেনা সহ-সভাপতি ছাত্রনেতা কামরুল হাসান বাবু, বিশেষ বক্তা জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা ছাত্রসেনা সভাপতি খাজা নুরল আমিন। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি জননেতা মুহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জননেতা কাজী আব্দুল হান্নান, বাংলাদেশ ইসলামী যুবসেনা সভাপতি মাওলানা আবুল হাসানাত জুলহাস, কুমিল্লা মহানগরের সাবেক ছাত্রসেনা সভাপতি ছাত্রনেতা জাবের হোসাইন, শাহরাস্তি উপজেলার সাবেক সফল সভাপতি ছাত্রনেতা শাহজাদা মুহাম্মদ বদরুদ্দোজা সহ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুবসেনা, ফ্রন্ট ও গাউসিয়া কমিটির উপজেলা ও জেলার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতার সেবায় সবসময়ই ছাত্রসেনার সৈনিকরা ছিলো সবার আগে, এছাড়াও করোণা কালে দাফন কাফনে ছিলো তাদের বিশেষ অবদান। তাই সুশৃংখল ছাত্রসংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনায় আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে ছাত্রসেনার ঐতিহ্য ও অবদান সম্পর্কে আলোচনা করা হয়।
দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জননেতা মাওলানা রফিকুল ইসলাম তাহেরী। সবশেষে ইফতার আয়েজনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।