বেলা
সাইফুল খালেদ
তুমি আমার সকাল বেলার
পাখি হবে ?
তোমার মধুর ডাকে মেলবো আঁখি।
না হয় হয়ো ধোঁয়া উঠা পেয়ালা চায়ের !
অধর ছুঁয়ে হবে আমার প্রভাত শুরু ।
নরম হাতে শক্ত করে সঙ্গ দেবে ?
শীত কাঁপানো মিষ্টি রোদে ।
দুপুর বেলার ব্যস্ততাকে ছাড়িয়ে
বসো খানিক পাশে
ক্লান্তিটা কে মুছে দেবো
আলতো ছোঁয়ায় ভালোবেসে।
বিকেল বেলায় হাঁটবে সাথে ?
তোমার পথে চলবো সাথে
ভুল করা সব রাস্তা ভুলে।
সন্ধ্যে যখন নামবে ঐ
ফসলভরা প্রান্ত শেষে
একটুখানি দেখা দিও
মিষ্টি হেসে।
নিশি কালে সবাই যখন
রইবে ঘুমে অকাতরে।
দেখবো আমি তোমায় তখন
হৃদয় দিয়ে দু’চোখ ভরে।
সারাটা দিন এভাবেই
সঙ্গ দিও সঙ্গী হয়ে।
জীবনটাকে কাটিয়ে দিবো
তোমার তরে উজাড় করে ।
Facebook Comments Box