নোলক
শামীমা নাইস
স্নানের সময় গাঙের জলে
যেদিন হারিয়ে ফেলেছিলাম
আমার প্রিয় নোলকটা
খুব কেঁদেছিলাম সেদিন।
মনেপড়ে তুমি বলেছিলে,
ধুইর পাগলী কান্দিস না
অমন সাতটা নোলক কিনে দিবো তোকে
তুই চাইলে,
সাতনরি হার,মানতাসা,হীরের আংটি
সব দিবো।
আমি বলেছিলাম,
আমার নোলক চাই
ঠিক এমন একটা নোলক
দেখে যেন মনেহয় এক ফালি চাঁদ!
তুমি বললে,
আমি তোকে পূর্ণ জোছনায় স্নান করাতে চাই
আর তুই এক ফালি চাঁদেই খুশী!
তোমার চোখে চোখ রেখে
চোখের ভাষায় সেদিন বলেছিলাম,
প্রিয় পুরুষ, তুমি জানো না
এক চিলতে প্রেমেও
নারী হৃদয়ে বেজে ওঠে সুরের কলতান
নারী তো চায়না চোখ ধাঁধানো আলোর ঝিলিক
একটা ছোট্ট প্রেমের প্রদীপ পেলেও
নারী তা পরম মমতায় জ্বালিয়ে রাখে আজীবন।
Facebook Comments Box