
আমাদের গল্প
ইশরাত জাহান রোজী
আমাদের গল্পে প্রকৃতি আসে
গ্রীষ্ম-বর্ষা, শরৎ আসে,
হেমন্ত-শীত, বসন্ত আসে
আমাদের গল্পে শুধু প্রেম আসে না…
আমাদের গল্পে ছন্দ আসে
সকাল-দুপুর-রাত্রি আসে,
মেঘলা দিনের কাব্য আসে
আমাদের গল্পে শুধু প্রেম আসে না…
আমাদের গল্পে ফাগুন আসে
কোকিলের সুর ভাসে,
আবির মাখা বিকেল আসে
আমাদের গল্পে শুধু প্রেম আসে না…
আমাদের গল্পে গান আসে
ছন্দ-তালের মিলন মোহে,
প্রিয় সুরে মন হাসে
আমাদের গল্পে শুধু প্রেম আসে না…
আমাদের গল্পে কান্না আসে
হৃদয় ভরা ব্যথা বাজে,
নির্ঘুম রাত আসে
আমাদের গল্পে শুধু প্রেম আসে না…
আমাদের গল্পে সে আসে
তুমি আসো, আমি আসি,
কতজন কত কে যায়-আসে
আমাদের গল্পে শুধু প্রেম আসে না…
—
Facebook Comments Box