অসঙ্গতির সমাজ
মোঃ পারভেজ আলম মাফুজ
কি হবে আর কবিতা লিখে
প্রকাশ করে গুচ্ছ গুচ্ছ বই?
লোক সমাজে মানব দেহ সব
তাদের ভিড়ে আসল মানুষ কই?
দেশ চলে যায় রসাতলে
কার কি আসে যায় তাতে?
কেউ ঘুমায় টাকার তোশকে
কেউ মরে অনাহারে ভাতে।
ধর্ম নিয়ে ব্যবসা চলে দেশে
কতশত মতের চলে রাজনীতি,
খোদার দেওয়া ধর্ম নিয়ে এখন
চলছে পূজা আর ব্যাক্তি প্রীতি।
আম জনতা মরুক বা বাঁচুক
কি আসে যায় তাতে কার?
অথচ এই জনতার হাতের চাপে
সব মোড়লরাই সাঁকো হয় পার।
এই সমাজে আমি একজন
অতি নিরীহ দেহের প্রাণ,
কলম আমায় টেনে নেয় লক্ষ্যে
গায়ে মাখি না অসঙ্গতির ঘ্রাণ।
Facebook Comments Box