চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জন্য জীবন ’ এর উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে শাহরাস্তিতে ইফতার সামগ্রী (পেয়াজ,আলু,মুড়ি, ডাল, তেল, ছোলা, চিনি, খেজুর সেমাই,চিনি,বাদাম,কিসমিস,দুধ) বিতরণ করা হয়েছে।
সেচ্ছাসেবী সংগঠন “মানবতার জন্য জীবন” গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করে এসেছে। এরই ধারাবাহিকতায় এ বছরও এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হাসান মুন্না, সহ-সভাপতি আর টি সুমন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন সুমন, সম্মানিত সদস্য ফিরোজ, সাখাওয়াত, জিলানী, সুজন আত্তারী সহ অনেকেই।
উল্লেখ্য, সংগঠনটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, উপদেষ্টা তোফায়েল হোসেন তপু, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক স্বাধীন ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মাছুম এর আর্থিক সহযোগিতায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।