দুই দিনের হাটবাজার
মোঃপারভেজ আলম মাফুজ
মানুষ রঙিন সবাই আজ
তাঁর রাঙ্গানো রঙ্গে,
কত ভাষায় বলে কথা
নানান রকম ঢংয়ে।
লেবাসধারী মুখোস মুখে
হৃদয়ে তার কালো কালি,
টুপি খুলে হাতে নিয়ে
দিচ্ছে শত গালি।
নামাজ পড়ে নিত্য ওয়াক্ত
কপালে করলো দাগ,
এহসান করা তো দুরের কথা
ছাড় দেয় না কিঞ্চিৎ ভাগ।
টেবিল তলায় গোপন হাতে
হাতিয়ে নেয় টাকা,
এদের কারণে দুনিয়া ধংস
গরিবের পকেট ফাঁকা।
ভদ্র সেজে ভদ্রলোক সমাজে
সবাই পারে হতে,
সত্যিকারের মানুষ মরে আজ
ভাত পায় না খেতে।
কেনো করো চলা কলা
থাকবা কয় দিন ভবে,
দুনিয়া হলো দু’দিনের বাজার
একদিন শেষ হবে।
Facebook Comments Box