“সকলের তরে সকলে আমরা,প্রত্যকে আমরা পরের তরে” এ স্লোগান কে সামনে রেখে ২৬/০৩/২০২৩ ইং রোজ রবিবার “রায়শ্রী দক্ষিণ মানবিক ফাউন্ডেশন” এর শুভ যাত্রা শুরু হয়।
রায়শ্রী দক্ষিণ মানবিক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ডা:আব্দুর রাজ্জাক সাহেব।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে জনাব ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক সাহেব কে “প্রধান উপদেষ্টা” ঘোষণা করা হয়।
উপদেষ্টা সদস্য হিসাবে ঘোষণা করা হয় জনাব মোঃ আনোয়ার হোসেন বাবুল, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মজিবুর রহমান হিমু, মোঃ আবু বক্কর সিদ্দিক সোহেল কে।
রায়শ্রী দক্ষিণ মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য- আমির হোসেন আলমগীর, রবিউল আউয়াল জয়,ইমাম হোসেন জুয়েল,রবিউল হোসেন রুবেল,আবুল কাশেম,সাঈদী নুর,রাকিবুল হাসান,মো:নাফিস বিন এফ.ইসলাম পাটোয়ারী,মশিউর রহমান মিরন,নেয়ামত উল্যাহ পাটোয়ারী,সামসাদ ওয়াসিদ সাদী,আব্দুল্লাহ আল মামুন,কাউসার হোসেন হৃদয়,আক্তার হোসেন আনন্দ, রায়হান ইসলাম পাটোয়ারী,মোঃরাহাত প্রমুখ।