জীবন বদল
মোঃ আকাশ হোসেন
কখন জানি লুটিয়ে পড়লো জীবনের স্পন্দন
পাপড়ির মতো ঝরে পড়েছে জরাজীর্ণ বিমূর্ষ।
নেই ক্লেশ, নেই আগের মতো প্রশান্তি
স্রোতের ন্যায় সংকুচিত হচ্ছে চিন্তা-চেতনা,
পরিণত বয়সে পাড়ি দিচ্ছি
জীবন বদলের হাতছানির যাতানাকে।
বদলে যাচ্ছে নতজানু এই জীবন
চিরন্তন জীবন পরিবর্তন হচ্ছে নৈঃশব্দ্যে।
দেহের ভিতর দেহ, মনের ভিতর মন
এক চেটিয়া ফুলের স্পর্শে
বদলে পড়ছে পরিণত জীবন।
Facebook Comments Box