চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম ফরিদ উল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ রোববার বাদ আছর উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলার নিজ বাসস্থানে এ মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মরহুম ফরিদ উল্লাহ চৌধুরীর সহধর্মিনী, বর্তমান শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালীর উদ্যোগে এই আয়োজনে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ, ভূমি কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, তাঁতীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রহুল আমিন তরুণ, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক, মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুল কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান মনির।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ শে মার্চ বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্লাহ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
আওয়ামী লীগের এ প্রবীণ নেতা ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।