যথাযথ মর্যাদায় শাহরাস্তিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) ভোর ৬ ঘটিকায় উপজেলা প্রাঙ্গনে শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যদের ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে।
এদিন বেলা সাড়ে দশটায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ।
সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তান, ১নং সেক্টর কমান্ডার, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার-২০১৯ প্রাপ্ত, সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসন থেকে ৪বারের নির্বাচিত সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যে স্বপ্ন নিয়ে আমরা এদেশ স্বাধীন করেছি তার সুফল পেতে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করতে হবে। তাই সকল বিভেদ ভুলে আসুন আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একই সাথে কাজ করি। আর তা করা গেলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া যাবে। আমাদেরকে মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ শুধু স্বাধীনতার জন্য ছিলো না। এই যুদ্ধ ছিল আমাদের স্বাধিকার আন্দোলনের যুদ্ধ। তাই আমাদের স্বাধীকারের জন্য কাজ করতে হবে। আমরা অনাগত ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুখি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে এক সাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাসরিন জাহান চৌধুরী (শেফালী), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ (ইরান), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি পৌরসভার মেয়র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ, কেন্দ্রীয় তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মান্নান বিএসসি প্রমুখ।
বর্ণিত সভার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, কামরুজ্জামান ভূইয়া।