পাথরের কঙ্কাল
ফারজানা মুন্নী
আয়ুমূলে খেলছে সারি সারি পাখিদল
নারীনাভীর মদিরায় যৌবনের দীর্ঘশ্বাস জমা রেখে অতঃপর উড়ে যায়
ডানা মেলে উড়ে যায় কুড়িয়ে আনতে উচ্ছল নদীঢেউ।
উদাসীন দুপুরের মাঠে দাঁড়িয়ে দেখছি আর হাসছি
আমার হাসির ভেতর ডুবে যাচ্ছে মোহনার বালুচর, মীনকূল
একপেয়ালা অন্ধকার ঢেলে সন্ধ্যা নেমে আসে। অথচ এমন দিনের মধ্যাহ্নে বৃষ্টিতে ভেসে গেল পিঁপড়ের দল। নির্মেদ শূন্যতা নিয়ে চোখের ভেতর
আমি চেয়ে চেয়ে দেখি
আমার চোখের ভেতর নেচে ওঠে পাথুরে কঙ্কাল।
নিয়তি আমাকে খেলে সাপলুডু
আমিও গুটির মতো হা মুখো সাপের পেটে ঢুকে যাই
যেন পাথরের কঙ্কাল হয়ে বেঁচে থাকাই আমার অমোঘ নিয়তি।
Facebook Comments Box