চাঁদপুরের শাহরাস্তি উপজেলা রায়শ্রী উত্তর ইউনিয়ন যুবদলের ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পর্ন হয়।
উপজেলা আহবায়ক আলী আজগর মিয়াজি ও সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃশাহেদুল হক মজুমদার সোহেল ও সদস্য সচিব এহতেশামুল গণীর যৌথ স্বাক্ষরে ইউনিয়ন যুবদলের সভাপতি হাজী শাহাজাহান, সাধারণ সম্পাদক সাইমুম মাসুদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে গোলাম মোহাম্মদ সোহেলকে মনোনীত করে ২ বছরের জন্য ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হাজী শাহাজাহান বলেন,বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সৈরাচারী সরকারের পতন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
সাধারণ সম্পাদক সাইমুম মাসুদ বলেন,ফ্যাসীবাদী আওয়ামী সরকারের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে সাধারণ জনগনের ভোটের অধিকার নিশ্চিত করা এবং জাতীয়তাবাদী জনশক্তিকে উজ্জীবিত করে যুব সমাজকে সাথে নিয়ে গনতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের মুক্তি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ সোহেল বলেন, আমাদের লক্ষ্য দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি তারুণ্যের শক্তি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ আগামীদিনে গনতন্ত্র পূনরুদ্ধার করা, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা সহ দেশের জনগণের স্বার্থে বিএনপির ঘোষিত সকল কর্মসূচী রাজপথে থেকে পালন করা এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরাস্তি হাজিগঞ্জ উপজেলা বিএনপির মাটি ও মানুষের নেতা আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি সর্বদা সক্রিয়ভাবে কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।
নেতৃবৃন্দরা ইউনিয়ন যুবদলের কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উপজেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Facebook Comments Box