
চাঁদপুরের সদরে ১২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকিরুল ইসলাম প্র. মারুফকে ১২৮০(এক হাজার দুইশত আশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত মোঃ জাকিরুল ইসলাম প্র. মারুফ (৪০), পিতা-মৃত জহিরুল ইসলাম, সাং- আমুয়া, থানা-কাঠালিয়া, জেলা- ঝালকাঠি। শুক্রবার (২৪শে মার্চ) এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুন।
এমদাদুল ইসলাম মিঠুন জানান, রাত ৯ ঘটিকায় পরিদর্শক জনাব বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় জহিরুল ইসলামকে হাতে নাতে ধরেন। এই বিষয়ে পরিদর্শক জনাব বাপন সেন বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।