শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা জাকিয়া বেগম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং সূচীপাড়া উত্তর ইউনিয়নের সফল চেয়্যারম্যান মোস্তফা কামাল মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী দীর্ঘ একটি বছর অপেক্ষা করে থাকে এই আনন্দময় ক্রীড়া প্রতিযোগিতার জন্য। লেখা পড়ার পাশা পাশি খেলাধূলা করলে শিশুদের শরীর ও মন দুটোই ভাল থাকে।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি এবং সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা মরিয়ম বেগমের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির লিঠন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান ভূঁইয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সদস্য, মুনসুর আহমেদ। বিদ্যালয়ের সাবেক সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু। বিশিষ্ট সমাজ সেবক হারুন রশীদ ষষ্ঠী। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, মরিয়ম বেগম, শাহনাজ আক্তার, মোঃজাকির হোসেন, শাহাজাহান হোসেন, ফাতেহা আক্তার, খোদেজা আক্তারসহ অন্যান্য শিক্ষিকা, অভিবাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।